পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তার আওতায় ভিজিএফ এর চাউলের
পরিবর্তে নগত টাকা বিতরনের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি সোমবার উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে ১৭৩২ জন অসহায় পরিবারের মাঝে পরিবার প্রতি ৪৫০ টাকা করে বিতরন করেন। মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে ক্যাশ
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রধান অতিথির ভিজিএফএর টাকা উদ্বোধনের মাধ্যমে উপজেলার অন্যান্য ৬ টি ইউনিয়নেও অসহায়দের মাঝে ১৮ হাজার পরিবারে উল্লেখিত টাকা বিতরনের কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বিকাল ৪ টায় উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ১০০ শতাধিক কোরআন খতম পাঠ শেষে ইফতার ও দোয়া মাহফিল করেন।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এবং উপজেলা ছাত্রলীগের সার্বিক তত্বাবধায়নে ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সাংসদ হেলাল উদ্দিন এর মাতা রিজিয়া নাসের, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগেরে সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদীসুজা, খোদেজা রশিদী, স্থানীয় সাংসদ আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান
বাবুর মাতা ফাতেমা খানম, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল ও উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনায় ১০০ কোরআন খতম পাঠ করে বকশিষ দিয়ে দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ছাত্রলীগ নেতা মাসুদ রানা. তরিকুল ইসলাম, আছাফুর.ইসমাইল, ফেরদাউস, বিলাল আহমেদ বিলু, জুবায়ের, নিতিশ, শরিফুল প্রমুখ।