পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা প্রশাসনের পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজন উপলক্ষে পৃথক এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি অপারেশন দেবাশীষ দাশ ও সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।
উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, চিত্তরঞ্জন মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, গোপাল ঘোষ, আজহার আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, অঞ্জলী রানী শীল, মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার বিন রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, আনসার ও ভিডিপি কর্মকর্তা আলতাপ হোসেন মুকুল, তথ্য আপা তন্বী দাশ, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ফরিদ উদ্দীন, প্রভাষক ময়নুল ইসলাম, শফিকুল ইসলাম, মোমিন উদ্দীন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন, জুলি শেখ ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। সভায় পৃথক দুটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষে পৃথক দুটি নিবন্ধন ও উদযাপন কমিটি গঠন করা হয়।