পাইকগাছা: পাইকগাছার উপজেলায় অর্নিবান লাইব্রেরি পার্শ্ববর্তী নবনির্মিত জামে মসজিদে প্রথমবারের মতো জুম্মার নামাজ আদায় হয়েছে। সৃষ্টিকর্তা কারো না কারো মাধ্যমে,কোন না কোন উপলক্ষ্যে কাজ সম্পাদন করেন। এই মসজিদটি নির্মাণের উপলক্ষ্য ও সার্বিক তত্তাবধানে ভূমিকা রেখেছেন।অত্র অঞ্চলের কৃতি সন্তান অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জয়দেব কুমার ভদ্র-অতিরিক্ত ডি,আই,জি সিলেট রেঞ্জ।
অনির্বাণের ২জন সন্মানিত উপদেষ্টা ও দাতা সদস্য মোশারফ হোসেন বাবু ও হাসিব উদ্দিন তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমেই এই দরিদ্র জনপদের মানুষের একটি দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সৃষ্টিকর্তা যেন তাদের সুস্থ্য রাখেন এবং মানুষের কল্যাণে কাজ করার সামর্থ্যকে আরো বাড়িয়ে দেন এই এই প্রত্যাশা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
মসজিদ তৈরির বিষয়টি অসহিষ্ণু সমাজে সম্প্রীতি, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।
মসজিদটির নির্মাণ কাজ শুরুর দিন মাহমুদকাটী তথা এই অঞ্চলের বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। অনির্বাণ লাইব্রেরীর সম্মানিত সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্র কোদালের প্রথম কোপটি দিয়েছিলেন।
শুক্রবার সকল মুসল্লিদের সাথে মোশারফ হোসেন বাবু ও যশোর থেকে নসরুল্লাহ সহ আরো অনেক বুজুর্গ ব্যক্তিদের জুম্মার নামাজে শরিক হবার কথা ছিলো। কিন্তু বিশেষ কারনে উনারা আজ উপস্হিত থাকতে পারেননি। আগামী ২১ ফ্রেব্রুয়ারী অনির্বাণের প্রগ্রামে জয়দেব ভদ্র এর সঙ্গে সম্মানীত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে পেরে ভাল লাগছে স্থানীয় মুসল্লিদের জুম্মার নামাজ শেষে উপস্হিত মুসল্লিবৃন্দের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে উপস্হিত ছিলেন অনির্বাণ লাইব্রেরির সহ-সভাপতি ডাঃ বাসুদেব রায়, সাধারন সম্পাদক প্রভাত দেবনাথ, সহঃ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোড়ল, বাসুদেব কুমার ভদ্র,তপন দেবনাথ,সহ স্থানীয় সর্বস্তরের ব্যক্তিবর্গ ও অর্নিবান লাইব্রেরি অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে উপস্হিত হিন্দু, মুসলিম সকল সম্প্রদায়ের লোককে অনির্বাণের সৌজন্যে মিষ্টিমুখ করানো হয়।
পৃথিবীতে শান্তি আসুক, মানুষ তথা সমাজ মানবিক হোক। জয় হোক মানবতার, কল্যাণ হোক সকলের। আল্লাহ সকলের মঙ্গল করুন। নামাজ শেষে এই দোয়া কামনা করা হয়।