পাইকগাছা :-পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতা সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ওসি মোঃ এজাজ শফি । কমিউনিটি পুলিশিং কার্যক্রম বিট পুলিশিং গ্রামপুলিশদের জোরদার করা সহ বিভিন্ন পদক্ষেপে বর্তমানে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। বর্তমান ওসি যোগদানের পর সাজাপ্রাপ্ত আসামী মোটরসাইকেল জব্দ, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছেন।
খুলনা জেলার সুন্দরবন সংলগ্ন গুরুত্বপূর্ণ পাইকগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোঃ এজাজ শফি । যোগদানের পরেই তিনি মাদক, জুয়া, নাশকতা সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশী কাজে সহায়ক হিসাবে কমিউনিটি পুলিশিং কার্যক্রমক বিট পুলিশিং ওপেন হাউজ ডে গ্রাম পুলিশ কে জোরদার করার উদ্যোগ নেন। ইতোমধ্যে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ইউনিয়ন কমিটির সাথে মতবিনিময় করেছেন। কমিউনিটি পুলিশিং ফোরামকে জোরদার করার সুফল হিসাবে উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
থানাপুলিশ বিপুল পরিমাণ মাদকসেবী জুয়াড়ী, ওয়ারেন্টভূক্ত আসামী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অনেকগুলো অস্ত্র ফেনসিডিল,ইয়াবা,গাঁজা ও দেশী মদ।
এছাড়াও প্রতিদিন পাইকগাছা কলেজ, হাসপাতাল রোড, ব্রীজ রোড, পার্কসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে থানার কর্মরত এস,আই এ এস আই দের নেতৃত্বে সাদা পোষাকধারী পুলিশের অভিযান অব্যাহত থাকায় কিছুটা কম হয়েছে ইভটিজার ও বখাটেদের উৎপাত। জব্দ করা হয়েছে কাগজপত্রবিহিন অসংখ্য মটরসাইকেল।
ওসি এজাজ শফি জানান, প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান করা পুলিশের নৈতিক দায়িত্ব। কিন্তু জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী পুলিশের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন হয়ে পড়ে। সে কারণে পুলিশী কাজের সহায়ক হিসেবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম বিট পুলিশিং গ্রামপুলিশদের জোরদার করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়ন কমিটির সাথে মতবিনিময় করার পর অনেক সুফল এসেছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তারই ধারাবাহিকতায়
পাইকগাছায় গ্রাম পুলিশের সাথে ওসি এজাজ শফীর দিক নির্দেশনা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানা চত্বরে উপজেলার সকল গ্রাম পুলিশ ও দফাদারদের উপস্থিতিতে ওসি নানা দিক নির্দেশনা দেন।এ সময় তিনি প্রত্যেক এলাকার অপরাধীদের তালিকা স্ব,স্ব এলাকার গ্রাম পুলিশের হাতে তুলে দেন।ওয়ারেন্টের আসামী ধরা ও পুলিশের হাতে ধরিয়ে দেয়ার জন্য নানা কৌশল উপস্থাপন করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন আসামি ধরা সহ দায়িত্ব-কর্তব্যের পালনে ও দক্ষ দের পুরস্কৃত করা হবে।