পাইকগাছায় ১ দিনের ব্যবধানে দুটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম।
বুধবার দুপুরে উপজেলার বিরাশী গ্রামের রেজাউল গাজী তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত যশোর আলী মোড়লের ছেলে জাহিদ হোসেনের সাথে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করে।
খবর পেয়ে ইউএনও মমতাজ বেগম বিয়ের আসরে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং মেয়ের পিতা রেজাউলকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন।
এর আগে সোমবার সন্ধ্যায় বাসাখালী গ্রামের আজিজ গাজী তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে পৌরসভার শিববাটী গ্রামের মুজিবর রহমানের ছেলে রাজু আহমেদের সাথে বিবাহের প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আনসার ও ভিডিপি প্রশিক্ষক ঘটনাস্থলে অভিযান চালিয়ে মেয়ের পিতাকে আটক করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের পিতা আজিজ গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে মেয়েরা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে দুটি বিবাহের উভয় অভিভাবককে লিখিত মুচলেকা নেন।
দুটি বাল্যবিবাহ বন্ধে সহযোগিতা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য সামাদ গাজী।