পাইকগাছার বয়রা গেটের পাট ভেঙ্গে জোয়ারের লবণ পানিতে এলাকা প্লাবিত। লবণ পানিতে ডুবে গেছে প্রায় ৫০ বিঘা বোর আমনের ধান ক্ষেত। ধান ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকের মাথায় হাত! লক্ষ লক্ষ টাকার ক্ষতি।
জানাগেছে, উপজেলার গদাইপুর ইউপির বয়রা’র ওয়াপ্দার গেটের পাট ভেঙ্গে পোল্ডার অভ্যান্তরে জোয়ারের লবণ পানিতে প্লাবিত হয়ে বোরো আবাদ সহ বিভিন্ন ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানিতে প্লাবিত হওয়ায় এলাকার হতদরিদ্র কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এ গাফিলতির জন্য এলাকাবাসী উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
গোপালপুর গ্রামের হোসেন গাজী জানান, আমি ১ বিঘা জমিতে বোর আবাদ করেছি বাড়ির অন্য ফসল বিক্রি করে কিন্তু রাতের আধারে লবণ পানিতে ডুবে প্লাবিত হয়েছে। ধানগাছ মারা যাচ্ছে।
ঘোষাল গ্রামের শাহিন গাজি বলেন, আমি ঋন করে ধান চাষ করেছি। এখন লবণ পানিতে ডুবে যাওয়ায় আমি সর্বসান্ত হয়ে গেছি। আমার এখন কি হবে?
ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের এসও কে বারবার বলেছি গেটের পাট নষ্ট হয়ে গেছে কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করেননি।
এস ও ফরিদউদ্দিন বলেন, গেটের পাট’র জন্য টেন্ডার হয়েছে আগামি ১৫ দিনের মধ্যে পাট লাগাতে পারবো বলে আশা করছি। এখন স্থানীয় কাঁঠ দিয়ে ঠেকিয়ে রাখতে হবে।