পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি :: পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কুমার ঘোষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই নিয়ে প্রশ্নবিদ্ধ, অসুস্থ ভাতা সহ বিভিন্ন বিষয় দাবী উত্থাপনের প্রেক্ষিতে সচিব বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যেকোন সমস্যা গুরুত্বের সাথে নিয়ে আইন কানুনের মধ্য থেকে সমাধান করা হবে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কেন্দ্র উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী-র সভাপতিত্বে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ,পাইকগাছা কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ, কাজী তোকাররম হোসেন টুকু, আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু সহ আরো অনেকে। এ সময় মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, মাহবুব জোয়াদ্দার,এ্যাডঃ শেখ তৈয়েব হোসেন নুর। মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব পাইকগাছায় আসার পূর্বে শনিবার সকাল ১১ টার দিকে তিনি উপজেলার মুক্তিযুদ্ধে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কপিলমুনি পরিদর্শন করেন। সংক্ষিপ্ত সফরে তিনি ১৯৭১ সালের পাক হানাদার বাহিনী রাজাকারদের হাতে নির্মমভাবে নির্যাতনে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নব নির্মিত স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা অফিস সহ স্থানীয় ভুমি অফিস পরিদর্শন করেন। ও বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপুর্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধাবৃন্দ, ২নং কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সাংবাদিক পারভেজ মোহাম্মদ, তৃপ্তি রন্জন সেন, এ কে আজাদ, শেখ দীন মাহমুদ, তপন পাল, অলি আহম্মেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।