স্কুল থেকে পাওয়া স্বর্নের (নৌকা) উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল। নবনির্বাচিত এ সংসদ সদস্য বুধবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যের এটাই ছিল প্রথম কোন সামাজিক অনুষ্ঠানে যোগদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে মোঃ রশীদুজ্জামানকে একটি স্বর্ণের নৌকা উপহার দেওয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করেই স্বর্ণের উপহারটি তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন এবং উপহারটি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অল্প বেতন বা কষ্টার্জিত আয় থেকে তৈরী স্বর্ণের নৌকা উপহার আমি গ্রহন করতে পারছি না। তাই এ উপহার আপনারা সম্মানের সাথে ফিরিয়ে নিন। একই সাথে তিনি উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে মহানুবতার পরিচয় দেন।
জাতীয় স্কুল ও মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াৎ হোসেন পাপ্পু,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককদের মধ্যে রহিমা আক্তার শম্পা,শহিদুল ইসলাম,গদাইপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল অধিকারী,পিযুষ সাধুসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ।