পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় কাজ থেকে ফেরার পথে নদীতে নৌকা ডুবে নিখোঁজ দিনমজুর অহেদ আলী (৪৫)’র ২৪ ঘণ্টাও সন্ধান মেলেনি। সে পুরাইকাটি গ্রামের হাতেম সরদারের ছেলে। মঙ্গলবার বিকেল ৪টায় সে সহ ৭জন জনৈক মালেকের জমিতে ধান রোপন করে বাড়ী ফিরছিল। কপোতাক্ষ আলোকদ্বীপ খেয়াঘাটে নৌকায় পার হওয়ার সময় প্রবল পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। অন্যরা কূলে ফিরলেও ফিরেনি অহেদ আলী। সংবাদ পেয়ে স্থানীয়রা রাতভোর উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও তার কোন সন্ধান পায়নি। এদিকে, বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে তাকে নদীর বিভিন্ন জায়গায় খেঁাজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।