খালিশপুর পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ ও নজরুল ইসলামসহ প্রয়াত সকল শিক্ষক শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (১৮ ডিসেম্বর) এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগম, প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মাবুদ স্যার। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষিকা আলেয়া বেগম , সিনিয়র শিক্ষক মোঃ ইউনুস আলী, আঃ হালিম, শংকর কুমার মজুমদারসহ অনন্যা শিক্ষক শিক্ষার্থীরা।
দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন পিপলস স্কুল আমার স্কুল এ্যাসোসিয়েশন ফেসবুক পেজ ও অত্র স্কুলের শিক্ষার্থীরা।-প্রেসবিজ্ঞপ্তি