সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী ক্রিকেটারদের বাচ্চাদের নিয়ে খেলা করেন, তারা আর কী সুবিধা চায়? | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী ক্রিকেটারদের বাচ্চাদের নিয়ে খেলা করেন, তারা আর কী সুবিধা চায়?

ক্রীড়া ডেস্কঃক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বোর্ড সভা শেষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে বিসিবি। বিসিবির পক্ষে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতে নাজমুল হাসান পাপন বলেন, ‘এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না। আমি শকড। কী কারণে আমি শকড তা বোঝাতে একটু সময় লাগবে আপনাদের। আসলে ক্রিকেটারদের সঙ্গে তো আমার খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক। ইমরুল কায়েসের ছেলের অসুস্থতার সময় ওর সাহায্য করেছি। আমাকে ফোন দিল তার ছেলের খুব খারাপ অবস্থা, আমি একদিনের মধ্যে ভিআইপি ব্যবস্থা করে ভিসা ম্যানেজ করে দিয়েছি। তামিম ইকবাল যখন দ্বিতীয় রাউন্ডে খেলতে নামলো না আমি ফোন করলাম তুমি কেনো নাই। সাকিবের সাথেও নিয়মিত কথা হয় আমার।’

কোয়াব সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, কোয়াবের সদস্যদের পদত্যাগ সম্পর্কে বিসিবির কিছু করার নেই। বিসিবির সঙ্গে কোয়াবের কোনো সম্পর্ক নেই। ডিপিএল নিয়েও বলেন, ‘একমাস আগে সিসিডিএম নিয়ে বসেছে, ডিপিএলে ওরা (ক্রিকেটার) যা চেয়েছে তাতেই বোর্ড সায় দিয়েছে। খেলোয়াড়দের বাচ্চাদের নিয়ে খেলা করেন প্রধানমন্ত্রী এটাই তাদের বড় সুবিধা।

খেলোয়াড়দের আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাজমুল হাসান বলেন, একেকটা খেলোয়াড় কী পরিমাণ সুবিধা পায়, তা কল্পনাই করা যায় না। বাংলাদেশের ক্রিকেটের পেছনে শত্রু আছে নয়তো এভাবে না জানিয়ে সংবাদ সম্মলেনের কোনো দরকার ছিল না। নাজমুল হাসান বলেন, অনেক ক্রিকেটাররা, তাদের আত্মীয়-স্বজনরা পর্যন্ত বিপদে পড়েছে, আমি বিদেশে থেকে পর্যন্ত তাদের বাঁচিয়েছি। টাকার জন্য খেলা বন্ধ চলবে না। সবাইকে খেলতে হবে বলেও জানিয়েছেন তিনি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।