বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেওয়ার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
আজ রবিবার (২৮ মে) বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. রুবেল আনছার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকির দেওয়া হয়েছে, সেটির নিন্দা জ্ঞাপনের ভাষা আমাদের জানা নেই। তাদের এই হুমকির বক্তব্য একজন নেতার বক্তব্য নয়, এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ।
আইনানুযায়ী দেশের যেকোনো নাগরিককে হত্যাচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ। নেতৃবৃন্দ এ ধরনের ঘৃণিত রাজনীতির অবসান চায় এবং যে ব্যক্তিটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে এ ধরনের ন্যাক্কারজনক ভাষায় যেভাবে হত্যার হুমকি
দিয়েছে সেটি একেবারেই ক্ষমার অযোগ্য একটা বিষয়। আবু সাঈদ চাঁদ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীকে বিএনপির এক সমাবেশে জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ।