খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্থ মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র বিতরণ করছে। সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি।
আমার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার গরিব অসহায়, এতিমখানা, দলিত সম্প্রদায়, তৃতীয় লিঙ্গসহ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল, আমরা পদ্মা সেতু করেছি, মেট্রো রেল চালু হয়েছে, রূপপুর পাওয়ার প্লান্ট ২০২৩ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হবে, কর্নফুলি টানেল হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে খুলনা-৪ আসনের মানুষের নিকট প্রধানমন্ত্রীর সকল সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের কোন কিছুই ভাবা যায় না।
ষড়যন্ত্র করে সরকারের উন্নয়ন আটকে রাখা যাবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি বলেন, প্রযুক্তি ও জ্ঞান নির্বর হয়ে উন্নত বংলাদেশকে এগিয়ে নিতে হবে।
মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছে। দেশ স্বাধীন করার জন্য যে সকল ব্যক্তি জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমাদের।
আজ সোমবার(২জানুযারী) সোমবার রূপসা উপজেলার বাগমারা অচিনতলা মাদ্রাসা, তিলক এজি চার্চ প্রাঙ্গনে খ্রিষ্টান সম্প্রদায়,মুক্তিযোদ্ধা ও দলিত সম্প্রদায়ের মাঝে এমপি আব্দুস সালাম মূশের্দীর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ ও দলিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, জনস্বাস্থ্য কর্মকর্তা শেখ রাসেল, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ:সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক অধ্যক্ষ সরদার ফেরদাউস আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, কোষাধ্যক্ষ সেলিম মোল্লা, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার সম্পাদক আ: গফুর খান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, মো:জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি,সাধারণ সম্পাদক রাজিব দাস, আওয়ামী লীগ নেতা ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, আজমল ফকির, আলহাজ্ব শাহজাহান শেখ, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, বাবর আলী, আলমগীর হোসেন শ্রাবণ, নাজির শেখ, মামুন শেখ, যুবলীগের হারুন মোল্লা, বাদশা মিয়া, সরদার জসিম, সুব্রত বাগচী,হামিদ খান ভাসানী, তারেক আজিজ,রবিউল ইসলাম খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, শফিকুর রহমান ইমন, আ:করিম শেখ, শারাফাত হোসেন উজ্জল, নূর ইসলাম সরদার, ইউসুফ শেখ, কৃষকলীগ নেতা শামীম হাসান, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল মামুন,
ছাত্রলীগের সাফিরুল ইসলাম হিমেল, শেখ রিয়াজ, আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, শিমুল শেখ, শেখ রাসেল, প্রমূখ।
এছাড়া তিনি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এমপি আব্দুল সালাম মুশের্দী। অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম।