সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ মিছিল

চ্যানেল খুলনা ডেস্কঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে হল নির্মাণের জন্য যে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে শিক্ষার্থীরা তাকে অপরিকল্পিত উন্নয়ন আখ্যা দিয়ে লুটপাট, দুর্নীতি, অপরিকল্পনা ও প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কসহ পুরাতন প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে কলা ও মানবিক অনুষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীদের ‘হল চাই, হল হবে পরিবেশও রক্ষা হবে; ছি, ছি প্রশাসন, টাকার জন্য মরণপণ; এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন; এক সাথে চার হল, ঘুম হবে কেমনে বল’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে তার মাস্টারপ্ল্যানের এতটাই ক্রুটি যে এটাকে মহা অপরিকল্পনা বলা চলে। এটি সংশোধন না করে প্রশাসন উন্নয়নকে বাণিজ্যে পরিণত করেছে। এই অযৌক্তিক প্ল্যানের বিরুদ্ধে আন্দোলন চলবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মহলকে উন্নয়ন প্রকল্প থেকে দুই কোটি টাকা দিয়েছে। টাকা ভাগাভাগি করে উন্নয়নের নামে প্রহসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য আশ্বাস দিলেও গাছ কাটা বন্ধ হয়নি।’

এ ব্যাপারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুদীপ্ত দে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বারবার মিথ্যাচার করে যাচ্ছেন। আমাদের দাবির মুখে তিনি বলেছিলেন যে তিনি দাবি পর্যালোচনা করে দেখবেন। কিন্তু আমাদের দাবি পর্যালোচনা না করে কাজ শুরু করেছেন। উন্নয়ন কাজ নিয়ে ভাগ বাটোয়ারার পসরা সাজিয়ে বসেছেন উপাচার্য। এই অপরিকল্পিত উন্নয়ন কাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।’

বিক্ষোভ মিছিলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।