সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বিমান সেনাকে অভিনন্দন জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার জেরে জাতিসংঘের ইউনিসেফের শুভেচ্ছাদূত থেকে তাকে সরানোর দাবি উঠল পাকিস্তানে। জাতিসংঘ ও ইউনিসেফের কাছে সেই মর্মে পিটিশনও দায়ের হয়েছে ইতোমধ্যে। তাতে স্বাক্ষর করেছেন কয়েক হাজার পাকিস্তানি নাগরিক।
বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বিমান সেনারা। পাকিস্তানি সরকারের পক্ষ থেকে যদিও ভারতীয় বাহিনী ফাঁকা জায়গায় বোমা ফেলে পালিয়ে গিয়েছে বলে দাবি করা হয়। কিন্তু বিমান সেনার কৃতিত্বে উৎসবে মেতে ওঠে গোটা ভারত। মায়ানগরীর শিল্পীরাও তাতে যোগ দেন। সোশ্যাল মিডিয়ায় বিমান সেনাদের অভিনন্দন জানান অনেকেই, যার মধ্যে অন্যতম ছিলেন প্রিয়াঙ্কা। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, ‘জয় হিন্দ।#ইন্ডিয়ান আর্মড ফোর্সেস।’