কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-স্টাফদের সমন্বয়ে গঠিত একাদশের সাথে প্রতিদ্বদ্বিতা করেন উপজেলা
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সদস্যদের সমন্বয়ে গঠিত ক্রিকেট একাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফারিয়া একাদশ নির্ধারিত ১৬ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আতাউর ২৮ রান, মোখলেসুর ২৫ রান,
আরিফ ১৬ রান ও ইমরান ১৪ রান করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বোলার মামুন ও ইমরান ২টি করে উইকেট নেন। ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাটসম্যানরা ৮০ রানে অলআউট হয়ে যান। ফারিয়া’র বোলার আরিফ ৩ উইকেট, পিটার ও হাসান ২টি
করে উইকেট এবং পলাশ ১টি উইকেট নেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আরিফ হোসেন। তার ঝুলিতে জমা পড়ে ১৬ রান ও ৩ উইকেট। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন একই দলের আতাউর রহমান। সেরা বোলার নির্বাচিত হন স্বাস্থ্য কমপ্লেক্স দলের ডাক্তার মাহফুজ ইমরান। তার সংগ্রহ ২ উইকেট। আম্পায়ারের দায়িত্বে ছিলেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন। স্কোরার ছিলেন মিজানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহীন। খেলা শেষে পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী, বিজিত ও অন্যদের মাঝে পুরস্কার প্রদান করেন কলারোয়া নিউজের সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সহ.সম্পাদক সরদার জিল্লুর রহমান, কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া সংবাদাদাতা
জুলফিকার আলীসহ অন্যরা। এর আগে খেলা দেখতে যান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক দীপক
শেঠ প্রমুখ। খেলায় স্বাস্থ্য কমপ্লেক্স দলে অংশগ্রহণ করেন ডাক্তার মাহদী আল মাসউদ (অধিনায়ক), ডাক্তার মাহফুজ ইমরান, ডাক্তার আসিফ, হুমায়ুন, মামুন, মুশফিক, সুব্রত, পিয়াস, মামুন হোসেন, সুজন, শুভজিৎ ও তানভীর। আর ফারিয়া দলে অংশ নেন পলাশ, পিটার (অধিনায়ক), হাসান, খালেদ, আরিফ, আমিনুর, মোখলেছুর, ইমরান, ফজলু, আতাউর ও জুয়েল। কলারোয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফরিয়ার আয়োজনে অনুষ্ঠিত খেলা সার্বিকভাবে সহযোগিতা করেন ও উপস্থিত ছিলেন ফারিয়া’র সভাপতি
মোজাফফর হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ আশিক, সাংগঠনিক সম্পাদক লিটন শেখ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। দুপুরে উভয় টিম ও সুধিজনেরা প্রীতিভোজে অংশ নেন।