খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রয়াত বিএনপি নেতা শাহীন তালুকদার ছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষত ৯০ এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান ভোলার নয়। তিনি আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন। অনেক উদার ও বড় মনের মানুষ শাহীন তালুকদার কোন সময় কারও মনে কষ্ট দিতেন না এবং খুবই সাদামাটাভাবে জীবনযাপন করেছেন। বিএনপির পরীক্ষিত সৈনিক শাহীন তালুকদার ছাত্ররাজনীতি শেষ করে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। শনিবার (৯ অক্টোবর) বাদ আছর নিউজপ্রিন্ট গেটস্থ দলীয় কার্যালয়ে খালিশপুর থানা বিএনপি’র উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র প্রয়াত সভাপতি শাহীন তালুকদার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটন এর সভাপতিত্বে এবং ইমতিয়াজ আলম বাবু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র ও নগর বিএনপির সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, কাজী শফিকুল ইসলাম শফি, হেমায়েত হোসেন, মো. সামসুর রহমান, জহর মীর, এইচ এম আবু ছালেক, হাসান উল্লাহ বুলবুল, মো. আশরাফ হোসেন, কাজী আব্দুল লতিফ, এ্যাড. মোহাম্মদ আলি বাবু, ম শা আলম, শেখ জাকির হোসেন, আব্দুর রহমান ডিনো, কাজী শাহনেওয়াজ নিরু, মনিরুজ্জামান মনি, লিটন খান, কাজী ফজলুল কবির টিটু, শাহনাজ পারভিন, এইচ এম জসিম, হেমায়েত উদ্দিন, বাবুল মুন্সি, নুরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, কাজী শামীম, শেখ জাকির, মো. মাসুদ, সেলিম কাজী, মহিউদ্দিন বাবু মো. সেলিম, মো. জাকির, রেজাউল করিম স্বপন, আবু জাফর, তছির উদ্দিন, মো. মামুন, শারমিন বেগম, লাল বাবুল, মো. হাফিজার, মো. আব্দুর রশিদ, মো. আনছার, মো. নুরুল হক, শাহীন পাটোয়ারি, শাহীন শিকদার, লিটন,ভুট্রো, সাইদুজ্জামান জুয়েল, দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহিবুল্লাহ ও মাওলানা ইলিয়াছুর রহমান। আলোচনা শেষে বিএনপি নেতা শাহীন তালুকদার ও সদ্য প্রয়াত ছাত্রদল নেতা এস এম কামাল হোসেন এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।-খবর বিজ্ঞপ্তি