ফকিরহাট আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিকে বিভিন্ন অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যথাযথ ব্যবস্থা না থাকা, লাইসেন্স বিহীন বা লাইসেন্স নবায়ন না করা, মেডিকেল অফিসারের অনুপস্থিতি, আসন সীমার অতিরিক্ত রোগী ভর্তির অপরাধে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।রবিবার (০৬ মার্চ) দুপুর ১টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক বাগেরহাট এরবিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম উক্ত প্রতিষ্ঠানকে ১ টি মামলায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।এ সময় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষকে বাগেরহাট জেলা প্রশাসন এর পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।