বাগেরহাট জেলার ফকিরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১মে বিকাল চারটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাট বাগেরহাট এর আয়োজনে মাঠ দিবসটি উপজেলা সদরের আট্টাকী গ্রামে অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিল ফসলকে কেন্দ্র করে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন। শতাধিক কৃষকের উপস্থিতিতে প্রানবন্ত মাঠ দিবসের অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান পুনম, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ বেল্লাল হোসেন ও বিপ্লব দাস।
বৈশ্বিক তেল সংকটের চলমান এই সময়ে তিল চাষের প্রয়োজনীয়তা ও তিল চাষে কৃষকের বহুমুখী লাভে ফকিরহাটের কৃষকদের আরো সম্পৃক্ততায় বক্তব্য রাখেন প্রধান অতিথি। তিনি আরো বলেন, স্মার্ট ফকিরহাটে ফকিরহাটের কৃষকদেরও হতে হবে স্মার্ট কৃষক।
ছবির ক্যাপশন: ফকিরহাটে কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন।