বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে কৃষকের ধান কেটে দিয়েছে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্কাউট দল। গতকাল সকালে ২০জন শিক্ষক ও ১০জন স্কাউট পৃথকভাবে আট্টাকা এলাকায় ৩জন কৃষকের প্রায় ৩০/৩২ কাঠা জমির বোরো ধান কেটে দিয়েছে। বর্তমানে করোনা দুর্যোগ পরিস্থিতির কারনে শ্রমিক সংকটের জন্য অত্র বিদ্যালয়ের এই উদ্যোগ করেছে বলে শিক্ষকরা জানান। ধান কাটায় উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, শিক্ষক পরিমল চন্দ্র অধিকারি, বিভাষ রায়, শেখ মোহম্মদ আলী, বিশ্বজিৎ হালদার, গৌরঙ্গ দত্ত সহ অসিম কুমার ঘোষ, দেবাশীষ পাল, স্কাউট দলের সজিব সেন, রিয়াদ হাওলাদার, কাশেম শেখ, নয়ন পাল, ইব্রাহিম শেখ প্রমূখ। ধান কেটে দেয়ায় কৃষকরা দারুনভাবে খুশি হওয়ার পাশাপাশি স্থানীয়রা বিদ্যারয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে।