বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে বিভিন্ন বাড়ির চারপাশে ওষুধ দেয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি মাইকিং করে জনসাধারনকে সচেতন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফেরদাউস আলমের ব্যাক্তিগত উদ্যোগে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা-দেয়াপাড়ায় বিভিন্ন বাড়ির চারপাশে মশা নিধনের জন্য কীটনাশক ও ব্লিচিং পাউডার ম্যাশিনের মাধ্যমে স্প্রে করে ওষুধ ছিটানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শেখ আবুল কালাম, কিশোর দাস, লিটন শেখ, অসিম দেবনাথ, বিশ্ব দেবনাথ, জাহাঙ্গির শেখ, হৃদয় শেখ, রিপন দাস সহ অন্যান্যরা।
এসময় স্থানীয়রা জানান, সারা দেশে ডেঙ্গু বেড়ে গেছে। ফকিরহাটেও দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে। এ কারনে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাড়ি ওষুদ স্প্রে করা হচ্ছে। এতে মশা নিধন সহ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাবে।
এদিন ২০টি মেশিনে ৬টি দলে বিভিন্ন বাড়ি মশা নিধনের জন্য কীটনাশক ও ব্লিটিং পাউডার ছিটানো হয়েছে।