তামাক নয় ফসল ফলান’ এই প্রতিপাদ্যকে তুলে ধরে ফকিরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ পালিত হয়েছে।
বুধবার (৩১মে) সকাল দশটায় দিবসটি পালন উপলক্ষে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডা: প্রত্যয় দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মফিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-ছাত্র ও গণমাধ্যমকর্মীরা ওই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি স্বপন কুমার দাশ তার বক্তব্যে তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সহ তামাক ব্যবহারের বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কে আলোকপাত করেন।