টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ৬নং নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার ২৭মে সকাল ১১টায় বাজেট সভাটি নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাশ। বাজেট সভায় ২০২৩-২৪ অর্থবছরে ২ কোটি ৫৮ লাখ ১৪ হাজার ৪৮৩ টাকার বাজেট উপস্থাপন করেন নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।
ইউপি সচিব, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যগন, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ও নলধা-মৌভোগ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ ওই বাজেট সভায় উপস্থিত ছিলেন।