বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন সর্বজনীন রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে বেতাগা ইউনিয়ন সর্বজনীন শ্রীশ্রী গোবিন্দ মন্দির কালিবাড়ি অঙ্গনে ৯ দিনব্যাপী উল্টো রথযাত্রার সমাপনি সোমবার (১৫ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী জগন্নাথদেব মাসিবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসায় এ রথযাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়।
মন্দির কমিটির সভাপতি শ্রী অনিমেষ কান্তি নন্দী, সাধারন সম্পাদক শ্রী জ্যোতিময় চক্রবর্তী ও কোষাধক্ষ শ্রী দেবজিৎ দাশ জানান, রথযাত্রার সমাপনি দিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগ আরতী, নাম সংকৃর্তন ও মহাপ্রসাদ বিতরন সহ বিভিন্ন ধর্মিয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।
উল্টো রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দরা রথটেনে মন্দিরে আনেন। এছাড়াও ফকিরহাট সদর ও মৌভোগে অনুরুপ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।