সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ফাইজারের ভ্যাকসিনে অনুমোদন যুক্তরাষ্ট্র, মেক্সিকোর, মোট ৬ দেশ | চ্যানেল খুলনা

ফাইজারের ভ্যাকসিনে অনুমোদন যুক্তরাষ্ট্র, মেক্সিকোর, মোট ৬ দেশ

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কোভিড-১৯ এর ক্ষেত্রে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। শুক্রবার এই অনুমোদন দেওয়ার পর ধারণা করা হচ্ছে দিন কয়েকের মধ্যেই লাখ লাখ আমেরিকান, যারা এই ভাইরাসের আক্রমনে কাহিল অবস্থায় রয়েছে তাদের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হবে।

এই অনুমোদন করোনা মহামারির মধ্যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে এই ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ২৯০,০০০ জনেরও বেশি মানুষের। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কোভিডের বিরুদ্ধে ফাইজারের আবিষ্কৃত ভ্যাকসিন অনুমোদনকারী দেশগুলোর ক্লাবে ষষ্ঠ সদস্য হিসেবে নাম লেখালো।

এর আগে যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, সৌদি আরব ও বাহরাইন তাদের দেশে ভ্যাকসিন অনুমোদন দিয়ে তার প্রয়োগের সিদ্ধান্ত নেয়। মেক্সিকোও শুক্রবারই এতে অনুমোদন দেয়। ইউরোপীয় ইউনিয়নও শিগগিরই এই ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে।

যুক্তরাজ্য, বাহরাইন, কানাডার পর এবার ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে মেক্সিকো। শুক্রবার (১১ ডিসেম্বর) এই কথা নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী হুগো লোপেজ।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কফেপ্রিজের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জরুরী ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহার করা হবে।

বুধবার (২ ডিসেম্বর) প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য। তারপর বাহরাইন ও কানাডাও জরুরী ভিত্তিতে এই ভ্যাকসিনের অনুমোদন দেয়।

প্রতিমন্ত্রী জানান, বৈঠকে থাকা ২৪ সদস্যই কোনরকম দ্বিধা ছাড়া এই ভ্যাকসিন অনুমোদনে সম্মত হয়েছেন। ইতোমধ্যে ফাইজারের সাথে চুক্তিও করেছে মেক্সিকো। প্রথম দফায় তারা ৩ কোটি ৪৪ লাখ ডোজ ভ্যাকসিন নিবে। যার প্রথম চালান আসবে ডিসেম্বরেই৷

শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটিতে করোনাক্রান্ত হয় ১২ হাজার ২৫৩ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১২ লাখ ২৯ হাজার ৩৭৯ জন৷ তবে অশনি সংকেত হলো আক্রান্তের তুলনায় মৃত্যুর হার দেশটিতে বেশি। এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ১৯ জন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

মুক্তির পরই হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরায়েলি

মিশরে খোঁজ মিলল আরেক ফেরাউন রাজার সমাধি, ভেতরে যা ছিল

কোন কোন দেশে সুগার ড্যাডির সংখ্যা বেশি?

ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি

নিজের ধর্ষণের বর্ণনা শুনিয়ে মার্কিন হাউসকে হতবাক করলেন ন্যান্সি

পাঁচ দফায় মুক্ত ৫৫০ ফিলিস্তিনি ও ১৮ ইসরাইলি জিম্মি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।