অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল পাকিস্তান যুবারা। এবার সেই পাকিস্তানকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় সেমিতে পাক যুবাদের ১১ রানে হারিয়েছে আমিরাত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিক দেশের ১৯৪ রানের টার্গেটে ১৮২ রানে গুটিয়ে যায় পাক যুবারা।
১৯৪ রান তাড়া করতে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ২২ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার শাহজাইব খান। তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটিতে পাকিস্তানকে জয়ের পথে রাখেন আজান আওয়াইস এবং সাদ বেগ। মাত্র ২২.৪ ওভারে ৩ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে ফেলে পাকিস্তান যুবারা। কিন্তু এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।
১০৫ রানে ৩ উইকেট থেকে ১২১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। দুই রানের ব্যবধানে আউট হন অধিনায়ক সাদ বেগ এবং আজান আওয়াইস। তারা য়থাক্রমে ৫০ ও ৪১ রানের ইনিংস খেলেন। এই ঝড় সামলে শেষের দিকের ব্যাটারদের দৃঢতায় আবার লড়াইয়ে ফেরে পাকিস্তান। কিন্তু ১৬৫ রানে অষ্টম উইকেট হারালে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ ওভারে ১২ রান দরকার পড়ে পাকিস্তানের। আয়মান আহমেদ শেষ ওভারের ২টি উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেন।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতয় সংযুক্ত আরব আমিরাত। ৮৯ রানের ভিতরে ৫ উইকেট হারায় স্বাগতিক দেশ। কিন্তু সাত নম্বরে ব্যাট করতে নামা আয়ান আফজাল খানের হাফসেঞ্চুরিতে ১৯৪ রান সংগ্রহ করে আরব আমিরাত।
৭টি চারের সাহায্যে ৫৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন আমিরাত অধিনায়ক। পাকিস্তান যুবাদের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নেন উবাইদ শাহ।