সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ফাহাদ হত্যার দিনকে ‘শহীদ দিবস’ পালনের আহ্বান মওদুদের | চ্যানেল খুলনা

ফাহাদ হত্যার দিনকে ‘শহীদ দিবস’ পালনের আহ্বান মওদুদের

চ্যানেল খুলনা ডেস্কঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে যে দিন হত্যা করা হয়েছে, সেই দিনটি ‘শহীদ দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন।শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

মানববন্ধনে তিনি বলেন, আবরার ফাহাদ দেশের স্বাধীনতা রক্ষার জন্য কথা বলায় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে।ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাদের টর্চার সেল রয়েছে। আর সেই টর্চার সেলে নিয়েই বিরোধী পথ ও মতভেদের শিক্ষার্থীদের অত্যাচার-নির্যাতন করা হয়। এরই ধারাবাহিকতায় বুয়েটের ২০১১ নম্বর কক্ষে ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় পাঁচ ঘণ্টা ধরে ফাহাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে আরও যোগ করেন তিনি।

মওদুদ আহমদ বলেন, দেশের মানুষ জানে এই চুক্তি অনুযায়ী ফেনী নদী থেকে প্রতি সেকেন্ডে ৫০ লিটার করে ২৪ ঘণ্টায় চার লাখ লিটার পানি ভারতে যাবে। এই পানির প্রয়োজন আমাদের। কারণ শুকনো মৌসুমে এমনিতেই আমাদের পানি থাকে না।

তিনি বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি দেশনেত্রী খালেদা জিয়া ও গণতন্ত্রকেও মুক্ত করতে হবে। এ জন্য সকল দেশপ্রেমিক শক্তি ও দলকে ঐক্যবদ্ধ হতেও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় আয়োজিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, সাংবাদিক নেতা আব্দুস শহীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।