সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ফেনীতে জ্বর ও শ্বাসকষ্টে দুই শিক্ষকের মৃত্যু | চ্যানেল খুলনা

ফেনীতে জ্বর ও শ্বাসকষ্টে দুই শিক্ষকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, দারুল উলুম আল হোসাইনীয় ওলামা বাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম শাইখুল হাদিস হযরত মাও. আবু তাহের (৮৫) ও সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক (৬৫)। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ও রাতে পৌর শহরের নিজ বাসায় তারা ইন্তেকাল করেছেন।

পারিবারিক সূত্র জানায়, মাও. আবু তাহের দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার জ্বর দেখা দেয়। স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নিয়েছেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একই দিন সন্ধ্যায় তাঁর কর্মস্থল দারুল উলুম আল হোসাইনীয় ওলামাবাজার মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।’
এদিকে সোনাপুর হাজী এমএস হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক পৌর শহরের বাসায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি ভারত ও ঢাকা থেকে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় আনা হয়। গত কয়েকদিন ধরে কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়। উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া এলাকায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, চলমান করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সীমিত লোকের উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘ছোট সাজ্জাদ’র স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার

ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত বেড়ে ৭

অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুই লঞ্চকে জরিমানা

রাস্তার পাশে পড়ে থাকা কার্টনবন্দি নারীর লাশের পরিচয় মিলেছে

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৭ বাসকে জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।