২০২৩ সালের পবিত্র ঈদুল আযহায় এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পায়। মুক্তির পর শুধু বাংলাদেশেই নয় ভারতের পশ্চিমবঙ্গেও তুমুল ঝড় তুলেছিল। সেই সুড়ঙ্গ সিনেমা আবারো মুক্তি পেয়েছে শিল্পনগরী খুলনার খালিশপুরের চিত্রালী ডিজিটাল সিনেমা ও খুলনার সঙ্গীতা সিনেমা হলে। গত শুক্রবার ২৭ ডিসেম্বর থেকে খুলনার এ দুটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে।
রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সিনেমাটিতে
আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী তমা মির্জা। আরও আছেন মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকেই। আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।
সুড়ঙ্গ সিনেমার ফের মুক্তি প্রসঙ্গে চিত্রালি ডিজিটাল সিনেমা হলের পরিচালক আব্দুল্লাহ খান তপু বলেন,মানসম্মত নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় সিনেমা হল টিকিয়ে রাখার স্বার্থে আমরা বাছাই করে পুরাতন সিনেমা চালাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবং দর্শক চাহিদা থাকায় আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করেছি। তিনি আসছে নতুন বছরে নতুন নতুন মানসম্মত সিনেমা মুক্তি দিয়ে এ শিল্পের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সিনেমা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।