খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী এমপি পত্মী সারমিন সালাম বলেছেন, জ্ঞানার্জনে বই পড়ার বিকল্প নাই। বই মানুষকে সত্য, ন্যায় ও আদর্শের দিকে ধাবিত করে। এ কারণে প্রতিদিন শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এ কারণে প্রতিটি শিক্ষককে হতে হবে আদর্শ, নীতিবান ও সৎ চরিত্রের অধিকারি। কেননা শিক্ষকের কাছ থেকে জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে।
তিনি গতকাল ৩০ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলার রূপসা উপজেলা পরিষদ চত্বরে বিজয় মঞ্চে বীর মুক্তিযোদ্ধা, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ এবং রূপসা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুপুর একটায় রূপসা উপজেলার কাজদিয়ায় দলিত সম্প্রদায়ের মাঝে, এবং কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন।
সালাম মূর্শেদী সেবা সেবা সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার। বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য ফ,ম আঃ সালাম ,সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমপির প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি। স্কুলে পরিচালনা পরিষদের সদস্য আঃ মজিদ হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ লক্ষন সাহা। স্কুলের শিক্ষার্থী লামিয়া তাবাসসুমের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা হিরন আহম্মেদ হিরু, ইউপি সদস্য সরদার কামরুল ইসলাম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, ইউপি সদস্য রাবেয়া খাতুন, আঃ সালাম, জাহাঙ্গীর আলম, ফরহাদ হোসেন, যুবলীগ নেতা শারাফাত হোসেন উজ্জল, শামীম হাসান লিটন, ছাত্রনেতা সাফিরুল ইসলাম হিমেল, রিয়াজ, তরিকুল প্রমূখ। এরপর এমপি পত্মী গয়েশ্বর গাতী হাজী আককাস সরদার হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং সন্ধ্যায় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিজয় মেলায় অংশগ্রহণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।