বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে “কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের উদ্যোগে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসকল কর্মসূচি উদযাপন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মোঃ আজগর হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম নিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের উপ-সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার দেবপ্রসাদ বিশ্বাস, ছন্দ স¤্রাট শাহী সবুর, জেলা সংগঠনের সভাপতি শেখ আসাদুজ্জামান মিথুন, নগর সভাপতি ইফফাত সানিয়া ন্যান্সি, মোঃ আকরাম হোসেন মল্লিক, এস এম মাসুদ পারভেজ, শেখ মোহাম্মদ আসিফ হোসেন,
প্রধান অতিথি তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের প্রতিপাদ্য বিষয়াদী এ আলোচনা সভায় সবার সামনে তুলে ধরে মায়ের ভাষা বাংলার গুরুত্বকে সকলের সামনে তুলে ধরায় বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এ আয়োজনকে সাধুবাদ জানান এবং সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা শেষে বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।