কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাকে সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংগঠনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের পুত্র আব্দুল্লাহ আল মামুন জামিকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ মার্চ রাতে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াছিন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।