খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে শেখ রাসেলের মাধ্যমে শিশু কিশোরের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর দেশাত্মবোধই শিশু রাসেলকে দেশপ্রেমে অনুপ্রাণিত করেছিলো। সে কারনেই পিতার প্রতিটি পদাঙ্ককে অনুসরণ করতেন শিশু রাসেল। তিনি আরো বলেন, শিশু রাসেল দেশকে জানতে পিতার সাথে সাধারণ মানুষের মাঝে মিশে গিয়েছেন। আমরা আজ বিভিন্ন স্থির চিত্র ভিডিও ফুটেজ ও গণমাধ্যমে এসব ইতিহাস জানতে পারছি। আমাদের এই দেশটিকে আগামী প্রজন্মের কাছে সুন্দরভাবে তুলে ধরতে হলে শিশু রাসেলের দেশাত্মবোধ, মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ অনুকরণ করতে হবে। সেজন্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে নিয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নব নির্বাচিত সভাপতি এস এম নূর হাসান জনি। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সোহেলের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নজীবুল হক নজীব, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি প্রকৌ. আল মামুন চৌধুরী,কামাল হোসেন ব্যাপারী,মো: এনামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহ আরাফাত রাহীব,মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সৈয়দ সাব্বির আহমেদ তুনান,ইসহাক হোসেন ইমু, মো: ইমরান হোসেন সোহেল, অর্থ-সম্পাদক মো: মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মো: মাহফুজুল আলম সুমন,আইন বিষয়ক সম্পাদক নিরব শেখ, উপ-আইন বিষয়ক সম্পাদক- কামরুল হুদা, প্রচার সম্পাদক মো: মইনুল হোসেন মৃদুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- মো: রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক অমিত বালা,বিজ্ঞান ও চারুকলা সম্পাদক সিহাদ ইসলাম সাধ, মহিলা সম্পাদিকা লতিকা বিশ্বাস,উপ-মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল- মামুন, সদস্য, সাকিব হোসেন গাজী, মশিউর রহমান জনি, কৌশিক মাহমুদ সিজান, মো: সাজিদুর রহমান, মো: ফাহিম হাবীব,শেখ রিহাব উদ্দিন আহমেদ সোহাগ, মো: সাইফুল হক, মো: ইয়াাসিন মল্লিক,শাহরিয়ার রহমান আকাশ।