বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। খুলনা বিভাগীয় যাদুঘর প্রাঙ্গনে আগামী ১৫ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ও ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এবং খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগীতায় এই প্রদরর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।এসময় খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়নাসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদুর রহমান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। দেশবরেন্য ১২ জন চিত্রশিল্পীর আঁকা বঙ্গবন্ধুর প্রায় ত্রিশটি চিত্রকর্ম আগত দশর্নার্থীরা এই প্রদশর্নীতে দেখতে পাবেন।