শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল রবিবার বিকেলে বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বি এল কলেজের চাহিদা পূরণের আশ্বাস প্রদান করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ করেন।
সকালে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলী আকবার টিপু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুউদ্দীন আহম্মেদ প্রিন্স, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও আ’লীগসহ তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিকেলে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোঃ হাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল খুলনা জোনের নির্বাহী প্রকৌশলী শেখ নাসিম রেজা, প্রসেফর সমীর কুমার দেব, প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম, সহযোগী অধ্যাঃ মোঃ মঞ্জুর আলম তরফদার, সহযোগী অধ্যাঃ সাবিহা সুলতানা। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব আলহাজ্ব মোঃ শাহাবুদ্দীন আহম্মেদ, ছাত্রলীগ বি এল কলেজ শাখাার সভাপতি মোঃ রাকিব মোড়ল, সাঃ সম্পাদক নিশাত ফেরদৌস অনি, সাবেক ছাত্রনেতা আঃ রউফ মোড়ল, বাচ্চু মোড়ল, জামিরুল বন্দ, রেজওয়ান মোড়ল, রিপন মোড়ল, তুহিন মোড়লসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।