খুলনা মহানগরীর খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে পূনর্মিলনী-২০২২ অনুষ্ঠান আয়োজনের জন্য ৮ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় বঙ্গবাসী মোড়ে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামরুল ইসলামকে। এছাড়া কমিটির অন্যান্য উপদেষ্টারা হলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরুল কায়েস, শামসুদ্দিন কচি, মুন্সি মোঃ শারাফাত, মোঃ শাহ আলম নান্নু, মশিউর রহমান, আব্দুল হামিদ ও মাহমুদুল ইসলাম।
সভায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পূনর্মিলনী সফলভাবে সম্পন্নের লক্ষে পরবর্তীতে বিভিন্ন কমিটি-উপকমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় বক্তৃতা করেন পূনর্মিলনী আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ ইমরুল কায়েস, মোঃ শামসুদ্দিন কচি, মোঃ শাহ আলম নান্নু, মুন্সী মোঃ সারাফাত, মোঃ বরকত হোসেন, আব্দুল হামিদ, মশিউর রহমান লিটন, মনির হোসেন বাবু, মাহমুদুল ইসলাম সোহাগ, তরিকুল ইসলাম রিপন, শরিফুল ইসলাম প্রিন্স, আমির হোসেন দুলাল, ওয়াহেদুল ইসলাম ডালিম, মোহাম্মদ মিলন, নাসির, মিজানুর রহমান, মশিউর রহমান জনি, মোঃ মকিম, শাহা আলম, আব্বাস প্রমুখ।