খুলনা’র বটিয়াঘাটা উপজেলার সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্ম ক্ষেত্রের গতিশীলতা ফিরে আনতে ও আইন-শৃংখলার পরিস্থিতির পরিবেশ ফিরিয়ে আনতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছে ছাত্র সমাজের সমন্বয়কবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। রবিবার (আগস্ট) বেলা ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও ছাত্র সমাজের সমন্বয়ক বৃন্দদের সাথে এক মতবিনিময় সভা স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও ছাত্র সমাজের সমন্বয়কদের সাথে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রাহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনা বাহিনীর অফিসার মেজর নাফিউর , উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, সহকারী কমিশনার (ভূমি)আসাদুর রহমান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যথাক্রমে আলী আকবর অঙ্গন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সমন্বয়ক বিপুল শাহরীয়ার ,তানভীর আহমেদ, সুমন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক,সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, আসলাম হালদার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, চিরঞ্জীব রায়, শশাঙ্ক রায় প্রমুখ।
এসময় মেজর নাফিউর বলেন, আমরা সবার সহযোগিতা চাই। সবাই যার যার কাজে যোগদান করবেন এবং অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান। নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, তরুণ প্রজন্মদের সাথে নিয়ে আমরা আশাবাদী, আগামীতে তাদের যোগ্য নেতৃত্বে একটি সুন্দর বৈষম্য বিরোধী দেশ গড়ার কাজে অংশ নিবে। ছাত্র সমাজের খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বিপুল শাহারিয়ার বলেন, ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্তরা প্রশাসনের অনুপস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবসায়ী প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় এবং জমি দখল করে নিয়েছে। প্রশাসনের সহযোগিতায় তাদেরকে পর্বের জায়গায় ফিরিয়ে দিতে হবে। আমাদের সম্মানিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।