আসন্ন ১ নং জলমা ইউনিয়ন পরিষদ চতুর্থ ধাপঃ নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মাইকিং গণসংযোগ বর্ধিত সভা সহ নানা ধরনের নির্বাচনী প্রচারণা চলছে ইউনিয়ন জুড়ে। নির্বাচন অফিসের রিটার্নিং অফিসার আব্দুস সাত্তার জানান আসন্ন ১ নং জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী চূড়ান্ত ভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বিধান রায়, স্বতন্ত্র প্রার্থী তিনজন মোঃ আবদুল গফুর মোল্লা, মোঃ বিদার সিকদার, মোঃ আশিকুজ্জামান ও ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ শফিউল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ইউনিয়নের মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৭৯ জন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান্যান প্রার্থী থেকে শুরু করে সদস্য পদপ্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এসময় ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা।২৬ ডিসেম্বর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন।