অনলাইন ডেস্কঃপ্রাকৃতিক যে কোনো দুর্যোগে শেখ হাসিনার সরকার জনগনের পাশে আছে এবং থাকবে। সরকার বন্যাকবলিতদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার (২৩ জুলাই) সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরে দিনভর বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এ কথা জানান তিনি।আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, যতক্ষণ পর্যন্ত বন্যার পানি সরে না যাবে ততক্ষণ বন্যাকবলিত প্রতিটি ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এ সরকার জনগণের সুখে দুঃখে সবসময় পাশে আছে।
আর কেউ দুর্গত মানুষের পাশে থাকুক বা না থাকুক আওয়ামী লীগ সব সময় পাশে আছে জানিয়ে স্বাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল দুর্গত এলাকায় আসেননি। তারা ঢাকায় বসে শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। পানি নেমে গেলে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন প্রমুখ।