সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বরগুনায় ২ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা | চ্যানেল খুলনা

বরগুনায় ২ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরগুনার বামনায় সংবাদ প্রকাশের জের ধরে নেছার উদ্দিন এবং মাহমুদুল হাসান আসিফ নামের দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার। বুধবার (২৩ আগস্ট) তিনি বরিশাল সাইবার ট্রাইব্যুনালে নালিশী অভিযোগ দেন। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাকন। নালিশী অভিযোগের বরাতে তিনি জানান, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, সৈনিক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু যুবলীগ নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য তার অনুমতি ছাড়া ছবি এবং তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে নেছারউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট সকাল ৯টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসনের ফুল দেওয়া শেষে ক্ষমতাসীন দলের সব সংগঠন ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এ সময় পুষ্পস্তবক অর্পণ নিয়ে উপজেলা সৈনিক লীগের সভাপতি আলমগীর হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ারসহ সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের একাংশ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সংসদ সদস্যের দেওয়া পুষ্পস্তবকসহ বেশ কিছু পুষ্পস্তবক ভাঙচুর করে বিক্ষুব্ধ কর্মীরা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার বলেন, স্থানীয় মানুষ ওই সংবাদ পড়ায় আমি ও আমার পরিবারের স্বাভাবিক জীবনে প্রভাব পড়েছে। ওই সাংবাদিকেরা আমার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম নষ্টে ভূমিকা রাখায় আমি এ অভিযোগ করেছি।

সাংবাদিক নেছারউদ্দিন বলেন, এ ঘটনার ভিডিও বক্তব্য ও ছবি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। কিন্তু সেখানে আমার বিরুদ্ধেই কেন মামলা করেছে, বিষয়টি বোধগম্য নয়।

বামনা থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, মামলার বিষয়ে তিনি জানেন না। তবে ১৫ আগস্টের দিন হাতাহাতির ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নিষেধাজ্ঞার ১০ দিনে বরিশালে ২৫২ জেলের কারাদণ্ড

মুক্তিপণ আদায়ে পর্যটকদের আটকে রাখা হতো টর্চার সেলে

নাগরপুরে ভারড়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিলেটের পাথর রাজ্যের ‘লর্ড’ আ.লীগ নেতা কালা মিয়া গ্রেফতার

দিনেদুপুরে গৃহবধূর গলা কেটে নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।