বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির ১২ নং ওয়ার্ডে মজিবর রহমানকে আহবায়ক ও মজিবর রহমান বাবুলকে সদস্য সচিব করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় সংগঠনটির ১২নং ওয়ার্ড কার্যালয়ে সাবেক সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল।
এ সময় সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুনির হোসেনকে যুগ্ন আহবায়ক এবং হুমায়ুন কবির বালি, আলতাফ হোসেন, ইকবাল হোসেন ও নুরুল আমিনকে সদস্য করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির আজীবন সদস্য এইচ.এম.আবু সালেক, বীর মুক্তিযোদ্বা কাজী মতিয়ার রহমান, খালিশপুর থানার সিনিয়র যুগ্ন সম্পাদক সালাম মোল্লা, সুলতান, কামরুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বরিশাল হচ্ছে বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী এলাকা। জ্ঞানে-গুণে শিক্ষা-দীক্ষায়, সাহিত্য, সংস্কৃতিক কোন ক্ষেত্রেই বরিশাল পিছিয়ে নেই। দেশ ও জাতির কল্যাণে খুলনায় অবস্থানরত বরিশালের সকল পেশাজীবী মানুষের নিজেদের সম্মান এবং ঐতিহ্য বজায় রেখে কাজ করে যাচ্ছেন।