বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধা বৃত্তি -২০২২ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ঢাকা এর আয়োজনে ও খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ব্যবস্থাপনায় এই মেধা বৃত্তি প্রদান করা হয়। ১৯ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেশ পাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রাপ্তদের মাঝে মেধা বৃত্তি-২০২২ প্রদান করেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, বাকাশিবো ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ, আঞ্চলিক পরিচালকের পরিচালক মোঃ ইসরাইল হোসেন, এমআইএসটি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম মোমেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বিকাশ চন্দ্র মন্ডল।