সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীর জন্য নয়, সবার অধিকার সমান : মঞ্জু | চ্যানেল খুলনা

বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীর জন্য নয়, সবার অধিকার সমান : মঞ্জু

বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীর জন্য নয়। এখানে সবার অধিকার সমান। সংখ্যায় কম বেশি বলতে কিছু নেই। বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করি। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকব।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, ধর্ম নিয়ে কোনো ধরনের বিভেদ বা সংঘাত দেখতে চাই না। আমাদের সবার পবিত্র দায়িত্ব এই দেশে ধর্মকে নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি কেউ যেন না করে। ধর্মকে নিয়ে যেন কোনো সংঘাত না হয়। সা¤প্রদায়িকতা সৃষ্টি না হয়। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি থাকে সেখানে সকলের অধিকার রক্ষা করা সম্ভব, এই সংঘাত সৃষ্টি হয় না। আমরা সংখ্যালঘু কথাটিতে বিশ্বাস করি না, বিশ্বাস করি এ দেশে ‍যারা আছেন, সবাই বাংলাদেশের নাগরিক, তাদের পরিচয় একটা তারা বাংলাদেশি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর শিববাড়ি কালি মন্দির, রূপসা শশ্মানঘাট কালি মন্দির, কয়লাঘাট কালি মন্দির, বয়রা পূজাখোলা মন্দিরে শ্রী মহাদেব সাহা, শ্রী সুকুমার সাহা, শ্রী চিম্বজিত সাহাসহ দর্শনার্থী, ভক্ত ও অনুসারীদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছাজ্ঞাপনকালে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, ইশহাক তালুকদার, তরিকুল্লাহ খান, গিয়াসউদ্দিন বনি, ওমর ফারুক, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, জাহিদ কামাল টিটু, তৌহিদুল ইসলাম খোকন, মিজানুজ্জামান তাজ, ইকবাল হোসেন, আলমগীর হোসেন, গোলাম নবী ডালু, সাইমুন ইসলাম রাজ্জাক, সুলতান মাহমুদ সুমন, শামীম আশরাফ, রাজিবুল আলম বাপ্পি, নুরুল ইসলাম লিটন, মোস্তফা জামান মিন্টু, শাকিল আহমেদ, সালাউদ্দিন সান্নু, এম এ হাসান, পারভেজ মোড়ল, হুমায়ুন কবির, সেলিম বড় মিয়া, আলম হাওলাদার, সমির কুমার সাহা, ফিরোজ আহমেদ, তরিকুল আলম, আসমত হোসেন, সাখাওয়াত হোসেন, মাসুদ হোসেন, আল মামুন, শামসুল আলম বাদল, আবু মাস্টার, ইউসুফ মোল্লা, স্বপন হাওলাদার, কবির বিশ্বাস, কামরুল বিশ্বাস, আসাদ সানা, মঈন হাওলাদার, ফারুক হোসেন, জাহাঙ্গীর হানিফ, কামরুল ইসলাম খোকন, আব্দুল করিম, শুকুর আলী, রমিজ খান, জাহাঙ্গীর মল্লিক, পারভেজ আলম, মোস্তফা জামান নোমান, মো. মুন্না, হারুন হোসেন, নাইমুল গাজী, ফজলুর রহমান, বেল্লাল তালুকদার, শোয়েব উদ্দিন মাস্টার, শহিদুল ইসলাম খোকন, কালাম, জাহিদুল ইসলাম, রাশেদ, মাহবুব গাজী, শামীম হায়দার আলী প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

ট্রাইব্যুনালের বাইরে হাতজোড় করে দোয়া চাইলেন পলক

মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিন: গোলাম পরওয়ার

বিএনপি’র নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে খুলনায় নিয়মিত আন্তর্জাতিক খেলাধুলা অনুষ্ঠিত হবে

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল

শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক, কোনো কাজে আসবে না: এড. মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।