বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নতুন বাজার চর আস্তানা গলি নতুন বাজার পাড়া কমিটির অস্থায়ী কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সম অধিকার নিশ্চিত কর এই শ্লোগানের আলোকে বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ খুলনা জেলার আহবায়ক অধ্যক্ষ দেলওয়ারা বেগমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ইসরাত আরা হীরার সঞ্চালনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও বাল্য বিবাহ প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ১৬ দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহিলা পরিষদের পাড়া কমিটিতে নারী নির্যাতন ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে নানান কর্মসূচী গ্রহন করা হয়। এ সময় বক্তব্য প্রদান করেন মহিলা পরিষদ খুলনা জেলার সদস্য খাদিজা কবীর তুলী, আলমাস আরা, এ্যাড পপি ব্যানার্জী, এ্যাড জাহানারা পারভীন, এ্যাড নুরুন্নাহার পলি, মমতাজ কবিতা, জেরিন সুলতানা।
আরো উপস্থিত ছিলেন নতুন বাজার কমিটির শাহানা ইয়াসমিন, মুন্নি গাজী, মিনারা বেগম, সিমা আক্তার, মুকুল বেগম, লাকি আক্তার, কাকলি আক্তার, শিউলি বেগম, ছালমা বেগম, সুমি বেগম প্রমূখ।