বাগেরহাট প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালী ও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (১১ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র্যালীটি স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। র্যালীতে সরকারী-বেসরকারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। পরে স্বাধীনতা উদ্যানে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা সভায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম,বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এমএমতিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,ও ভাইস চেয়াম্যান রেজাউল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উর্দ্ধোতন কর্মকর্তারা।আলোচনা সভা ওর্যালীতে উপস্থিত ছিলেন। ।