বাগেরহাটের ফকিরহাট থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের কাকডা্ঙ্গা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় একজন পুলিশ কনষ্টেবল মারা গেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মো খায়রুল আনাম জানান, ফকিরহাট থানার কনস্টেবল/৮২৫ মোঃ ইলিয়াস হোসেন, বিপি-৬৮৮৮০৩৮২৬৪, পিতা ইজ্জত আলী, সাং-কাশিপুর, থানা ও জেলা-ঝিনাইদহ, আজ সকাল সাড়ে ১১ টায় ২৭/৩/২০২২ তারিখ ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা বিশ্বরোডে ঢাকামুখি নিজ মটরসাইকেল নং-ঝিনাইদহ-হ-১১-০৩৫৪ (পালসার ১৫০ সিসি) যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা খুলনামুখি যাত্রীবাহি বাস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মামলা প্রক্রিয়ধীন রয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।