বাগেরহাটে পক্ষাঘাতগ্রস্থ দুই বৃদ্ধ নারীকে হুইল চেয়ার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের দশানী বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর খান আবুবকর সিদ্দিক। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সহযোগিতায় ও নিস্বার্থের ছায়া নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, সমাজ সেবক হুমায়ুন কবির, প্রদীপবসু শন্তু, শিক্ষক মোঃ আবু হানিফ, হিলালী খাতুন, মোহন লাল হাওলাদার, নিস্বার্থের ছায়ার সদস্য শায়লা, সাদিদ, আদিবা, মহিবুল্লাহ, আপন, মিমি, আশিক, আবিদসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন দুই বৃদ্ধ নারীকে হুইল চেয়ার ও ৩৫ মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
পৌর কাউন্সিলর খান আবুবকর সিদ্দিক বলেন, দরিদ্র ও মেধাবী ৩৫ শিক্ষার্থীর মাঝে আমরা বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছি। এছাড়া পক্ষাগাতগ্রস্থ দুই বৃদ্ধনারীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।