বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার পানি বিশুদ্ধ করে এমন প্রতিষ্ঠান গুলোতে সরেজমিনে পরিদর্শন করে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে খুলনা বিএসটিআই’র কর্মকর্তারা। সোমবার (৯ অক্টোবর) খুলনা বিএসটিআই’র পরিচালক ইঞ্জি: মো: সেলিম রেজার নির্দেশে বাগেরহাট জেলায় সার্ভিল্যান্স ও কারখানা পরিদর্শন এবং পণ্যের মান নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই।
উক্ত অভিযানে বাগেরহাট সদরের বারাকপুরে মধুমতি ড্রিংকিং ওয়াটার রাতে উৎপাদন ও বিক্রয় করে, কচুয়ার গজালিয়া বাজারে ম্যাক্স ড্রিংকিং ওয়াটারে উৎপাদন বিক্রি ও বিতরণ বন্ধ আছে, বাগেরহাটের খারদ্বার ছাল জাবিল ড্রিংকিং ওয়াটারে বর্তমানে টেন স্টার ড্রিংকিং ওয়াটার নামে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান যার লাইসেন্সের মেয়াদ ৩০.৬.২০২৬ পর্যন্ত, কচুয়ার বয়ারশিংগীর অর্পা ড্রিংকিং ওয়াটার প্রায় বন্ধের উপক্রম হয়েছে।
বয়ারশিংগীর নতুন একটি প্রতিষ্ঠান চৈতি ড্রিংকিং ওয়াটার যার বয়স মাত্র ৪০-৪৫ দিন তার ভিতরে খুব সীমিত জায়গা রয়েছে, চরকাঠির রাফিন পিওর ড্রিংকিং ওয়াটার একটি রুমে খুব সীমিত জায়গায় প্রতিষ্ঠানটি উৎপাদন করছে, কচুয়ার বয়ারশিংগীর প্যারেন্টস ড্রিংকিং ওয়াটার ৮ ফুট ৭ফুট আকারের খুব সীমিত জায়গায় উৎপাদন করছে, বাগেরহাটের বনগ্রামের আবেতায় সুবল ড্রিংকিং ওয়াটার কটি রুমে খুব সীমিত জায়গায় প্রতিষ্ঠানটি উৎপাদন করছে। কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টের আওতায় এ প্রতিষ্ঠানকে ১৫ লাক্ষ টাকা আর্থিক সহায়তায় দেয়া হয়েছে, আবেতায় সিমা ড্রিংকিং ওয়াটার নামের এ প্রতিষ্ঠানটি টিনের ঘরের একটি রুমে খুব সীমিত জায়গায় উৎপাদন করছে, মোড়লগঞ্জের বড়গুলায় আকিদুল ড্রিংকিং ওয়াটার একটি রুমে খুব সীমিত জায়গায় নোংরা পরিবেশে উৎপাদন করছে,
এছাড়া মোড়লগঞ্জের বালিডাঙ্গা মোড়ের বুলবুল ড্রিংকিং ওয়াটার কে পরিদর্শন কালে হুজ পাইপ দিয়ে পানি ভরতে দেখা গেছে, কচুয়ার বড়াইখালী এলাকার নিউটন ড্রিংকিং ওয়াটারে কিছু মান্নোয়ন করা হলে লাইসেন্স পাওয়ার উপযোগী হবে, বাগেরহাট সদরের পালপাড়ার ফতেহপুর এলাকার মিরা ড্রিংকিং ওয়াটার উক্ত প্রতিষ্টানটি গত ৫ মাসে তিন বার মালিকানা পরিবর্তন করেছে, ফকিরডাঙ্গার ফোর স্টার ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা অবস্থায় পাওয়া গেছে, গোরস্থান মোড়ের এম আর ড্রিংকিং ওয়াটার নামের এ প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। মালিক প্রবাসী হওয়ায় প্রতিষ্ঠান আর উৎপাদন করবে না বলে জানায় বিএসটিআইকে, পালপাড়া ফতেহপুরের মিঠাপানি ড্রিংকিং ওয়াটারে উৎপাদন পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটি তাৎক্ষনিক প্রয়োজনীয় কাগজপত্রাদি দিয়ে দরখাস্ত প্রদান করেছেন, বাগেরহাট সদরের প্রজাপতি ড্রিংকিং ওয়াটার চালু পাওয়া যায় কিন্তু প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন একটি মাত্র রুমে সম্পন্ন করে, সাহাপাড়ার খান জাহান আলী ড্রিংকিং ওয়াটার চালু পাওয়া যায়। তবে ইতোপূর্বে প্রতিষ্ঠানটিকে দুই দফায় ২৫হাজার ও ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং ম্যানেজারকে ১ মাস করাদন্ড প্রদান করা হয়েছিল, স্টেডিয়াম মোড়ের নাফি ড্রিংকিং ওয়াটার চালু পাওয়া যায় কিন্তু মালিক অনুপস্থিত ছিলেন, সদরের নাগের বাজারের বারাকাহ ড্রিংকিং ওয়াটার চালু পাওয়া যায় এবং প্রতিষ্টানটিকে মুডিফাই করে দ্রুত লাইসেন্স গ্রহনের পরামর্শ প্রদান করা হয়, সদরের মুন্সিগঞ্জ সংযোগ সড়ক এলাকার বেইল ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটির প্রিলিমিনারি পরিদর্শন শেষ, সোনাতলার হালাল ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি চালু আছে তবে তিমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, বাগেরহাট মুনিগঞ্জের নিউ মা ড্রিংকিং ওয়াটার বন্ধ করে দেওয়া হয়েছে,
এছাড়াও টেন স্টার ড্রিংকিং ওয়াটার এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহ হলো, আমলাপাড়া গ্রীনহাট সংলগ্ন এ বি ড্রিংকিং ওয়াটার, বাগেরহাট বসুন্ধরা মার্কেটের কোর্ট মসজিদ সড়ক এ্রলাকার জয় ড্রিংকিং ওয়াটার, দশানীর জান্নাত ড্রিংকিং ওয়াটার, বাগেরহাট পুরাতন বাজারের ইভান ড্রিংকিং ওয়াটার, খারদ্বারের মাইশা ড্রিংকিং ওয়াটার, সায়েড়ার আসল ড্রিংকিং ওয়াটার, গোটাপাড়ার মুন ড্রিংকিং ওয়াটার।
উক্ত সময়ে বাগেরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর কার্যালয়ে বিশ্ব মান দিবস-২০২৩ এর ফেস্টুন, পোস্টার ও নিয়ন্ত্রনপত্র প্রদান করা হয়। উক্ত অভিযানটি পরিচালনা করেন খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) দীপঙ্কর কুমার দত্ত ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খান।