সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ৮৩টি খাল খননের অন্তরায় মাছ চাষি ও প্রভাবশালী মহল | চ্যানেল খুলনা

বাগেরহাটে ৮৩টি খাল খননের অন্তরায় মাছ চাষি ও প্রভাবশালী মহল

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের রামপালে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে ৮৩ নদী খাল খননের অন্তরায় হয়ে দাড়িয়েছে চিংড়ি চাষী ও প্রভাবশালীমহল। আর এ কারণে ব্যহত হচ্ছে সরকার ঘোষিত এই অগ্রাধিকার প্রকল্পে ৮৩ টি নদী ও খাল খননের কাজ। এরই মধ্যে অনেক খাল খনন কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। নানা প্রতিবন্ধকতায় খাল খনন কাজ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত খাল খননের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

সম্প্রতি রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ইয়াছিন নামের একটি খাল খনন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুছ এন্ড ব্রাদার্সের প্রতিনিধি মহিদুল শেখ। বর্তমানে খালটির খন কাজ বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন বলছে দ্রুত সমস্যার সমাধান করে খাল খনন কাজ অব্যাহত রাখা হবে। মহিদুল শেখ বলেন, পানি উন্নয়ন বোর্ড ইয়াছিন খালের প্রায় ২ কিলোমিটার খনন কাজের জন্য দরপত্র আহবান করে।

মাত্র দুই কিলোমিটার খালের উপর ২০টির উপরে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা। অনেক জায়গায় খালের চিহ্ন পর্যন্ত নেই। পানি উন্নয়ন বোর্ড রেকর্ড অনুযায়ী লাল পতাকা টানিয়ে খালের সীমানা নির্ধারণ করে দেয়। আমরা সে অনুযায়ী কাজ শুরু করি। পরে স্থানীয় প্রভাবশালী লোকজন আমাদের কাজ বন্ধ করে দেয়। আমাকে মারধর করে। স্থানীয় জাহিদ হাসান, আবু দাউদ মাঝি, আব্দুল ওহাব হাওলাদারসহ কয়েকজন বলেন, এক শ্রেনির প্রভাবশালী লোক দীর্ঘদিন ধরে ভরাট হওয়া খালের জমি দখল করে মাছ চাষসহ বিভিন্ন কাজ করতেন। সরকারের খাল খননের উদ্যোগকে আমরা সাধুবাধ জানাই।

এ খাল খনন হলে আমাদের এলাকার পানি নিস্কাশনসহ জমিতে কৃষি ও মাছ চাষাবাধ ভাল হবে। বর্তমানে যে সমস্যার সৃষ্টি হয়েছে এ সমস্যার সমাধান করে দ্রুত খাল খননের দাবি জানান তারা। স্থানীয় ইউপি সদস্য আনিস মাঝি বলেন, ইয়াছিন খাল খনন হলে এ এলাকার কয়েক হাজার মানুষের অনেক উপকার হবে। যারা বাধা দিয়েছে, তাদেরও উচিত খাল খননে সহযোগিতা করা।

আমরা চাই সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হোক। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বলেন, খাল খননে বাধা দেওয়ার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। দু-পক্ষের সাথে আমরা কথা বলেছি। দ্রুত সমস্যার সমাধান করে খাল খনন কাজ অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ৮৩ নদী খাল খননের বিষয়ে আমরা জিরো টলারেন্স।

কোন প্রকার বাধা খাল খনন বন্ধ করতে পারবে না। পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, আমরা বিভিন্ন সময়ে খাল খনন করতে গিয়ে বাধার সম্মুখিন হচ্ছি। যার ফলে খাল খননে বেগ পেতে হচ্ছে। আমরা চাই সকলের সহযোগিতায় খনন কাজ দ্রুত সম্পন্ন করতে। ইয়াছিন খাল খনন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখ জনক।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।