বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ২০১৯-২০২০ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের প্রকল্পের চিংড়াখালী ইউনিয়নে শ্রমীকরা তাদের ২০দিনের টাকা পেলেন।
বৃহস্পতিবার বিকেলে পোলেরহাট অগ্রানী ব্যাংক শাখায় আনুষ্ঠানিকভাবে ৭ ও ৯নং দুটি ওয়ার্ডের ৩৫ জন শ্রমীককে ৪ সপ্তাহের প্রতিশ্রমীকের মজুরি ৩ হাজার ৫শ’ টাকা করে তাদের হাতে তুলে দেন অগ্রণী ব্যাংক পোলেরহাট শাখার ম্যানেজার মহাদেব গাইন।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রেশমা খাতুন, মো. আকতারুজ্জামান বাবুলসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা। অতিদরিদ্র কর্মসূজন এ কর্মসূচির শ্রমীকরা প্রতিদিন ২০০ টাকা করে ৪০ দিনের এ কাজ করেন। এর মধ্যে থেকে ১৭৫ টাকা করে পাচ্ছেন। বাকি ২৫ টাকা তাদের নিজ একাউন্ডে জমা থাকবে, পরবর্তীতে জুলাই মাসে তাদের এ সঞ্চয় টাকা নিয়ম অনুযায়ী তারা উত্তোলন করতে পারবেন বলে ব্যাংক ম্যানেজার জানান।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, এবারে এ উপজেলায় ১৬টি ইউনিয়নের ৩ হাজার ৭৮ শ্রমীক এ কমূসূচির আওতায় মাঠ পর্যায়ে কাজ করেছেন।